Logo
Logo
×

সংবাদ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১০:১৯ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটি স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করবেন।

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি আজ বেলা পৌনে ১২টায় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগেও অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। একই ভেন্যুতে তিনি তিনটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনায় যোগ দেবেন, যেখানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, ‘বাংলাদেশ টু পয়েন্ট জিরো’ উৎপাদন ও বাজার সম্ভাবনা, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা উন্নয়ন এবং তিন শূন্যের বিশ্ব গঠনের মতো বিষয়গুলো আলোচিত হবে।

এর আগে, বৃহস্পতিবার বেইজিং পৌঁছালে বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। চীনের উপমন্ত্রী সান ওয়েইডং তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।

চার দিনের সফরের অংশ হিসেবে গত বুধবার (২৬ মার্চ) প্রধান উপদেষ্টা চীনে পৌঁছান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন