প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাঁদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:৩০ পিএম
-67e56f020e35f.jpg)
প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাঁদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে ‘২০২১ সালের আগ্রাসনবিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবি’তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিগত আওয়ামী সরকার সব সময় ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তাঁর ফ্যাসিজমকে এত দিন দীর্ঘায়িত করতে পেরেছিলেন।
নাহিদ ইসলাম বলেন, তিনটা ভোট ডাকাতি করে সকল বিরোধী রাজনৈতিক দলের ওপর দমন-নিপীড়ন চালিয়েও শেখ হাসিনা যে ক্ষমতায় থাকতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে সেটার ন্যায্যতা প্রমাণ করেছে তার মূল কারিগর ছিল ভারত। ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তাঁর ফ্যাসিজমকে এত দিন দীর্ঘায়িত করতে পেরেছিলেন। আওয়ামী ফ্যাসিজম আসলে ছিল ভারতীয় আগ্রাসনের একটা এক্সটেনশন।
তিনি আরও বলেন, ভারতকে খুশি করা, একটা নতজানু পররাষ্ট্রনীতি রাখাই শেখ হাসিনার মূল নীতি ছিল। এর মাধ্যমে বাংলাদেশি রাষ্ট্রের যে জাতিগত মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, সাম্য ও ন্যায়বিচারের যে স্বপ্ন সেই স্বপ্ন বিনষ্ট হয়েছে। এ কারণে যখন মোদির আগমনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল। সে সময় শেখ হাসিনা সরকারের পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী নিপীড়ন চালায়।
প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে নাহিদ বলেন, ‘আমরা যারা গত ১৬ বছর এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। ৫ আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। কারণ, আমরা গত ১৬ বছর নির্যাতিত হয়েছি। নিপীড়িত হয়েছি।
তিনি আরও বলেন, আর যাঁদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যাঁরা আপস করে বিরোধী রাজনীতি করেছেন, তাঁদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। কারণ, তাঁরা সব সময় স্বাধীন ছিল। সুতরাং, তাঁদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ নয়, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ নয়। তাঁদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।’