Logo
Logo
×

সংবাদ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা

 আদালতঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল-১৫ এর (যুগ্ম জেলা জজ প্রথম আদালত) বিচারক মো. নুরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম। তিনি বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পাশাপাশি ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করার প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করেছেন।

ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ইশরাক হোসেন রায় ঘোষণার সময় তাঁর দলীয় নেতা-কর্মীদের নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁরা আদালত প্রাঙ্গণে মিছিল করেন।

ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং ভোট কারচুপির মাধ্যমে প্রতিপক্ষ ব্যারিস্টার ফজলে নূর তাপস নির্বাচিত হয়েছিলেন। আজ রায়ের মাধ্যমে তা প্রমাণিত হলো।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন