Logo
Logo
×

সংবাদ

রাঙামাটিতে ভারতীয় আধার কার্ডসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০২:০৮ পিএম

রাঙামাটিতে ভারতীয় আধার কার্ডসহ দুইজন আটক

রাঙামাটির ছোটহরিণা বাজার এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড ও ৭২,৭০০/- বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

বিজিবির ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর হাবিলদার শ্রী ভবেশ কুমার সুশীলের নেতৃত্বে একটি টহল দল বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়:

 ১. জ্ঞান রঞ্জন চাকমা (৪৫), পিতা - শুক্রনাথ চাকমা

 ২. পিংকু চাকমা (২২), পিতা - অমর শান্তি চাকমা

তারা দুজনই ভারতীয় নাগরিক এবং অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় পণ্য বিক্রি করছিল ও বাংলাদেশি মালামাল ভারতে পাচারের পরিকল্পনা করছিল।

বিজিবির অনুসন্ধানে তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ডসহ ৭২,৭০০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ প্রবেশ ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন