Logo
Logo
×

সংবাদ

জাতির মৌলিক পরিবর্তন আসবে সংস্কার বাস্তবায়িত হলে: মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০১:২৮ পিএম

জাতির মৌলিক পরিবর্তন আসবে সংস্কার বাস্তবায়িত হলে: মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে জাতির মৌলিক রূপান্তর ঘটবে।

বৃহস্পতিবার চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (BFA) বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়েছে।

মুহাম্মদ ইউনূস বলেন, দেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করেছে। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার কাঠামোগত পরিবর্তনের জন্য স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, "এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে এক গভীর পরিবর্তন আসবে।"

চার দিনের সরকারি সফরে গতকাল চীনে পৌঁছানো মুহাম্মদ ইউনূস আগামীকাল শুক্রবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

চীন সফরের অংশ হিসেবে তিনি বিশ্বখ্যাত চীনা কোম্পানির শীর্ষ নির্বাহীদের (সিইও) সঙ্গেও বৈঠক করবেন। সফর শেষে ২৯ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন