Logo
Logo
×

সংবাদ

স্টারলিংকে আড়িপাতার সুযোগ, বিটিআরসির নতুন নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:৩৩ এএম

স্টারলিংকে আড়িপাতার সুযোগ, বিটিআরসির নতুন নির্দেশিকা

বাংলাদেশে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সেবায় আইনানুগ আড়ি পাতার সুযোগ রেখে নতুন নির্দেশিকা জারি করেছে বিটিআরসি। এতে স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করলে তাতেও সরকারের নজরদারির সুযোগ থাকবে।  

নতুন নির্দেশিকা ‘রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ’ নামে প্রকাশ করা হয়েছে। স্টারলিংকের সম্ভাব্য কার্যক্রম মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। ইলন মাস্কের স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে। ১৩ ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক ভিডিও কলে স্টারলিংক সংযোগ নিয়ে আলোচনা হয়। পরে ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে কার্যক্রম চালুর প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।  

নির্দেশিকার ২৬(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, নির্ধারিত সরকারি সংস্থা চাইলে লাইসেন্সধারী প্রতিষ্ঠান তাদের গেটওয়েতে প্রবেশাধিকার দেবে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে যে কোনো ব্যবহারকারীর কার্যক্রম নজরদারির আওতায় আনা সম্ভব হবে। স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতাকে ২০০১ সালের টেলিযোগাযোগ আইনসহ অন্যান্য নীতি ও বিধি মেনে চলতে হবে।  

নির্দেশিকায় বলা হয়েছে, সেবাদাতা প্রতিষ্ঠানকে অন্তত একটি গেটওয়ে বাংলাদেশের ভূখণ্ডে স্থাপন করতে হবে এবং স্থানীয় আইআইজির সঙ্গে সংযুক্ত হতে হবে, যাতে আন্তর্জাতিক ডেটা ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়।  

স্টারলিংকের মতো সেবার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা, লাইসেন্স ফি ১০ হাজার মার্কিন ডলার এবং বার্ষিক নিবন্ধন ফি ব্রডব্যান্ড সেবার জন্য ৩০ হাজার ডলার। প্রথম দুই বছর রাজস্ব ভাগাভাগির প্রয়োজন না হলেও তৃতীয় বছর থেকে ৩% এবং ষষ্ঠ বছর থেকে ৫.৫% হারে ভাগাভাগি করতে হবে। লাইসেন্সের মেয়াদ থাকবে ১০ বছর, তবে কমপক্ষে ৫ বছর কার্যক্রম চালাতে হবে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, আড়ি পাতার সুযোগ থাকলে সেটার জন্য স্পষ্ট নীতি থাকা দরকার, কারণ এটি নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। কীভাবে, কারা এবং কোন পরিস্থিতিতে এটি ব্যবহার করবে, তা নির্দিষ্ট না হলে আগের মতোই সমস্যা হবে। সরকারকে নিশ্চিত করতে হবে যে, আড়ি পাতা যেন আইনানুগ ও জবাবদিহির আওতায় থাকে।  

বিশ্লেষকদের মতে, স্টারলিংক বাংলাদেশে এলে প্রযুক্তিগত উন্নয়ন হবে, তবে নিরাপত্তা ও গোপনীয়তার প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নতুন নির্দেশিকা একদিকে সাইবার নিরাপত্তার দিকে নজর দিচ্ছে, অন্যদিকে সরকারের নজরদারির ক্ষমতা বাড়াচ্ছে, যা বিতর্কের সৃষ্টি করতে পারে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন