একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়, সংস্কার-বিচার ছাড়া নির্বাচন মানা হবে না: নাহিদ ইসলাম

"একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই একাত্তরের চেতনা নতুন করে জেগে উঠেছে," এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম।
বুধবার বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবসে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, "একাত্তরের যে স্বপ্ন, যে সাম্যের কথা বলা হয়েছিল, তা ৫৪ বছরে পূরণ হয়নি বলেই আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল। ২০২৪ সালের আন্দোলন সেই অসম্পূর্ণ মুক্তির চেতনারই ধারাবাহিকতা।"
তিনি আরও বলেন, "যারা একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করাচ্ছে, তারা ইচ্ছা করেই বিভ্রান্তি সৃষ্টি করছে। কারণ, দুই সময়ের সংগ্রামের উদ্দেশ্য এক— বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র গঠন।"
সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, "কোনও নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য যদি আগের মতোই সংস্কার ও বিচারহীন নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা মেনে নেওয়া হবে না।"
নাহিদ ইসলাম বলেন, "দেখা যাচ্ছে, পুরনো সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত আঁকড়ে ধরে রাখার চেষ্টা চলছে। অথচ ১৯৪৭-এর আজাদির লড়াই, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান— সবকিছুর লক্ষ্য ছিল একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ, যেখানে গণতন্ত্র থাকবে, সাম্য থাকবে।"
তিনি ক্ষমতার রাজনীতির নামে এই সুযোগকে নষ্ট না করার আহ্বান জানিয়ে বলেন, "এখন একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য বিচার ও সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে একধরনের নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে।"
তবে জাতীয় নাগরিক পার্টি এসব প্রতিহত করবে বলে স্পষ্ট জানিয়েছেন এই তরুণ নেতা।