Logo
Logo
×

সংবাদ

দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা স্বাধীনতা দিবসকে খাটো করতে চান: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:৪১ এএম

দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা স্বাধীনতা দিবসকে খাটো করতে চান: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা এ ধরনের কথা বলেন, তারা মূলত স্বাধীনতা দিবসের গুরুত্ব খাটো করতে চান।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর আমরা মাঝে প্রকৃত স্বাধীনতার স্বাদ হারিয়ে ফেলেছিলাম। তবে ৫ আগস্টের পর জনগণ নতুন করে সেই স্বাধীনতার স্বাদ ফিরে পেয়েছে। অনেকে একে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যা দিচ্ছেন, যা সঠিক নয়। বাংলাদেশের স্বাধীনতা একবারই এসেছে, ১৯৭১ সালে। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন, তারা আসলে এই দিবসকে খাটো করতে চান।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজন হলে জাতীয় ঐক্য গড়ে উঠবে। এখন মতাদর্শগত পার্থক্য থাকলেও, সংকটকালীন সময়ে সবাই একসঙ্গে থাকবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেটাই বিশ্বাস করতে চাই। নির্বাচন না হলে বিএনপি কী করবে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তেমন কিছু ঘটলে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন