ইন্ডিয়া টুডেতে অভ্যুত্থানের আশঙ্কার খবর ভিত্তিহীন ও বানোয়াট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৭:৩০ পিএম
-67e2afebc439d.jpg)
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে 'আসন্ন অভ্যুত্থান'র কথা উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একইসঙ্গে সেনাবাহিনী ওই প্রতিবেদনের বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আইএসপিআর।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, আজ মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত 'প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি বৈঠক' শীর্ষক প্রতিবেদনটি সাংবাদিকতার অসদাচরণ এবং এক সময়ের স্বনামধন্য একটি সংবাদমাধ্যমের মিথ্যা তথ্য প্রচারকারী হয়ে ওঠার একটি উজ্জ্বল উদাহরণ।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেদনটিতে বিশ্বাসযোগ্য কোনো সূত্র কিংবা যাচাইযোগ্য কোনো প্রমাণের উল্লেখ নেই। প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে গুজব ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। এটা খুবই দুঃখজনক যে ইন্ডিয়া টুডে যথাযথ অধ্যবসায় বা সাংবাদিকতার সততার প্রতি দায়িত্বশীল প্রতিশ্রুতি ছাড়াই চাঞ্চল্যকর বিবরণ প্রকাশ করে চলেছে।
আইএসপিআর জানায়, প্রতিবেদনটিতে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং 'আসন্ন অভ্যুত্থানের' দাবি সম্পূর্ণরূপে অসদাচরণমূলক। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ইন্ডিয়া টুডে'র মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও গত ১১ মার্চ গণমাধ্যমটি একই ধরনের ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছিল, যা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশ সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়, এটা দুঃখজনক যে ইন্ডিয়া টুডে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে, যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ। বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবার প্রতি তার প্রতিশ্রুতিতে অটল এবং গণতন্ত্র ও শান্তির নীতিগুলো সমুন্নত রাখবে।