Logo
Logo
×

সংবাদ

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে মালিকরা বিদেশ যেতে পারবেন না

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৫:৪৯ পিএম

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে মালিকরা বিদেশ যেতে পারবেন না

তৈরি পোশাক শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে মালিকদের কেউ বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দিয়েছেন।

সাখাওয়াত হোসেন বলেন, ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ তারিখে মধ্যে পরিশোধ করতে হবে। পাওনা শোধ না করা পর্যন্ত পোশাক মালিকদের বিদেশ যাওয়া বন্ধ। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা এই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, কিছু ফ‍্যাক্টরি মালিক আছেন, নিজে গাড়ি ব‍্যবহার ও মার্কেট করছেন। আবার ঈদে বিদেশ চলে যান। তারা ঈদে আনন্দ করছেন। অনেকে বিদেশ থেকে ব‍্যবসা চালাচ্ছেন। অথচ শ্রমিকদের টাকা সময়মতো দিচ্ছেন না। শ্রমিকদের বলছি, ন‍্যায‍্য দাবি থাকলে কথা বলবেন। আর যদি কেউ অহেতুক দাবি তোলেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব‍্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, শ্রমিক অধিকার মার্চের মধ্যে নিশ্চিত না করতে পারলে বাংলাদেশে বিরুদ্ধে মামলা করবে আইএলও। তবে আইএলও-এর সব শর্ত আমরা মার্চের মধ্যে পূর্ণ করতে পারবো বলে আশা করছি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন