Logo
Logo
×

সংবাদ

আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:২৮ পিএম

আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

হাইকোর্টের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। 

আপিল বিভাগের নতুন দুই বিচারপতি হলেন– বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে তাদের এ নিয়োগ দেন।

এদিকে সুপ্রিম কোর্ট থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত দুই বিচারপতিকে শপথ পড়াবেন। 

বর্তমানে আপিল বিভাগে পাঁচজন বিচারপতি কর্মরত রয়েছেন। নতুন দুই বিচারপতিসহ মোট বিচারকের সংখ্যা দাঁড়াবে সাতজনে। এরমধ্যে বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের ইতিহাসে পঞ্চম নারী বিচারক হিসেবে নিয়োগ পেলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন