Logo
Logo
×

সংবাদ

চেক প্রতারণা মামলায় সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:৫৫ পিএম

চেক প্রতারণা মামলায় সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ

চেক প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান এই আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালে সাকিবের প্রতিষ্ঠান অ্যাগ্রো ফার্ম লিমিটেড আইএফআইসি ব্যাংক থেকে দেড় কোটি টাকা ঋণ নেয়, যা নির্ধারিত সময়ে পরিশোধ করা হয়নি। পরে ব্যাংকের নোটিশের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক প্রদান করে, যা পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়।

আইনি নোটিশের পরও টাকা পরিশোধ না করায় ১৫ ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিবসহ চারজনের বিরুদ্ধে মামলা করে। আদালত ১৯ জানুয়ারি সাকিব ও তার প্রতিষ্ঠান প্রধান গাজী শাহাগীর হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ (২৪ মার্চ) পুলিশের প্রতিবেদনে সাকিবকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানানো হলে, আদালত তার সম্পদ ক্রোকের নির্দেশ দেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন