Logo
Logo
×

সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:২২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত দলটিকে নিষিদ্ধের দাবিতে তারা এই বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি ভিসি চত্বর ঘুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সেখানে তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (ICG) প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।"

তবে তিনি বলেছেন, দলটির যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে।

বিক্ষোভকারীরা ‘প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে’, ‘গণহত্যার বিচার চাই’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর’—এমন নানা স্লোগান দেন।

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, “প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু কিছু এজেন্সি বাধা সৃষ্টি করছে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা মাঠে থাকবে।”

তিনি আরও বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এ বিষয়ে গণভোট আয়োজন করা উচিত।

সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “হয় আওয়ামী লীগ থাকবে, নয় ছাত্রসমাজ থাকবে। আমাদের রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।”

শিক্ষার্থীরা শুক্রবার বিকাল ৩টায় রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দেন এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানান।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন