সরকারি চাকরিজীবীরা ঈদে টানা ৯ দিনের ছুটি পেলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৩২ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশে ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে এবারের ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
আগেই টানা পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এরপর আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে একদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে একদিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা ইউএনবিকে ফোনে এই ছুটি অনুমোদনের কথা জানান।
এতে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।