Logo
Logo
×

সংবাদ

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত দিল জামায়াত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:১৬ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত দিল জামায়াত

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মতামত জমা দিয়েছে। বৃহস্পতিবার সকালে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে দলটির পক্ষ থেকে এই মতামত প্রদান করা হয়।

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রস্তাব পেশ করে। দলটির পক্ষ থেকে সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনসহ পাঁচটি বিষয়ে সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, "কিছু কিছু বিষয়ে আমরা কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত নই, তবে বেশিরভাগ বিষয়ে আমাদের মতামত এক। আমরা ব্যাখ্যাসহ আমাদের বক্তব্য উপস্থাপন করেছি।"

তিনি আরও বলেন, "সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। আমরা আশা করি, দ্রুত সংস্কার সম্পন্ন করে অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করবে।"


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন