বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে বলেছে, আগের দিন ১৮ মার্চ তাকে অপসারণ করা হয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ছয় দফা অনুযায়ী তাকে অপসারণ করেছেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।