
দেশের জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি আয়োজন করছে ফুডি ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫। ২০ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ-তে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমধর্মী উৎসব।
মেলায় নতুন ও পুরাতন ঢাকার প্রায় ৩০টি জনপ্রিয় রেস্টুরেন্ট অংশ নেবে, যেখানে ইফতার ও সাহরীর জন্য নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন থাকবে।
ফেস্টিভ্যালের সহযোগী হিসেবে রয়েছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল), কোকাকোলা, ডেটল এবং সেভয় আইসক্রিম।
২৬ মার্চ থেকে আয়োজন করা হবে স্পেশাল মেহেদি ফেস্টিভ্যাল।
ফুডি, যা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি সহযোগী প্রতিষ্ঠান, বাংলাদেশের ফুড ডেলিভারি খাতে নতুন সংযোজন। প্রতিষ্ঠানটি ডিজিটাল অর্থনীতির উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।