Logo
Logo
×

সংবাদ

তারেক রহমান সব মামলায় খালাস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০১:২৩ পিএম

তারেক রহমান সব মামলায় খালাস

বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক এই রায় ঘোষণা করেন। বিএনপির আইনজীবীদের দাবি, এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানান, দুদক আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে আদালত তাদের খালাস দিয়েছেন। এর ফলে তারেক রহমান দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।

অভিযোগপত্র অনুযায়ী, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা থেকে আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এ ঘটনায় এক-এগারোর সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন