Logo
Logo
×

সংবাদ

অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০১:৪৭ পিএম

অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।  

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।  

২০০৭ সালের ২৮ মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে ৩ জুন গুলশান থানায় মামলা দায়ের করা হয়।  

পরবর্তীতে বিচার কার্যক্রম শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন।  

এই রায়ের বিরুদ্ধে ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেন বাবর। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করা হয়, যেখানে তাকে খালাস দেওয়া হয়েছে।  

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ ১৭ বছর কারাগারে কাটান বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। এর মধ্যে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। পরে সেসব মামলায় খালাস ও জামিনের পর গত ১৬ জানুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন