Logo
Logo
×

সংবাদ

২১ আগস্ট গ্রেনেড হামলা: সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলা: সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাই কোর্টের সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আপিলের শুনানি আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে অনুষ্ঠিত হবে। 

হাই কোর্ট বিএনপির তারেক রহমানসহ ৪৯ আসামিকে খালাস দেয়, যা নিম্ন আদালতের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে বাতিল করে। রাষ্ট্রপক্ষ হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করেছে।

হাই কোর্টের রায়ে বলা হয়েছে, মামলার তদন্ত ও সম্পূরক অভিযোগপত্র ‘অবৈধ’ এবং পুনঃতদন্তের আদেশ ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’। তবে আদালত এই হামলাকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে বলেছে, সুবিচার নিশ্চিত করতে পুনরায় স্বাধীন তদন্ত প্রয়োজন।

জজ আদালত এই মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন