বিসিপিএস সভাপতির কার্যালয়ে তালা, অনিশ্চয়তায় ১২ হাজার পরীক্ষার্থী

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতির কার্যালয়ে বিএনপিপন্থী হিসেবে পরিচিত কিছু চিকিৎসক তালা লাগিয়ে দিয়েছেন, ফলে প্রতিষ্ঠানটি স্থবির হয়ে পড়েছে। তাঁরা কাউন্সিলরদের পদত্যাগ দাবি করছেন, যার ফলে কাউন্সিলররা অফিসে যাচ্ছেন না। এতে ১ জুলাই নির্ধারিত এফসিপিএস পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।
২৫ ফেব্রুয়ারি থেকে সভাপতির কার্যালয়সহ বিভিন্ন দপ্তর বন্ধ থাকায় পরীক্ষার প্রস্তুতি ও প্রশ্নপত্র তৈরির কাজ শুরু করা যায়নি। পদত্যাগপত্র জমা দেওয়া কাউন্সিলরদের মধ্যে রয়েছেন দেশের প্রখ্যাত চিকিৎসকরা, তবে তাঁদের পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। বিসিপিএসের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রায় ১২ হাজার শিক্ষার্থী চরম অনিশ্চয়তায় রয়েছেন।
বিসিপিএস একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার পরিচালনার দায়িত্বে রয়েছে ২০ সদস্যের কাউন্সিল। সাম্প্রতিক সংকটের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যা চিকিৎসা শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করছে। প্রবীণ চিকিৎসকরা মনে করছেন, পরিস্থিতি সামলাতে সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন।