নারায়ণগঞ্জে গ্রেপ্তার আরসার সদস্যরা ১০ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশনের (আরসার) পাঁচ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি আবাসিক এলাকার ভূমিপল্লি টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। তাদের ছয়জনকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা (২৩), হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।
এদিকে র্যাব-১১ এর আরেকটা টিম ময়মনসিংহের সদর থানাধীন নতুনবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের নাম পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে এফআইআর দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, আরাকান রোহিঙ্গা বিদ্রোহী স্যালভেশনের (এআরএসএ) সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।