কেরাণীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক

ঢাকার কেরাণীগঞ্জের নয়াবাজার গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে কেরাণীগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৬ মার্চ) রাত পৌনে ১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির ফুফু জানান, “আমার ভাতিজি নার্সারিতে পড়ে। রোববার দুপুরে বাড়ির পাশে খেলার সময় রবিন তাকে ফুসলিয়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। কিছুক্ষণ পর রক্তক্ষরণ হলে তার বাবা-মা বিষয়টি জানতে পারেন। পরে তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।”