Logo
Logo
×

সংবাদ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম হবে ৭ কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম হবে ৭ কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ চূড়ান্ত করা হয়েছে।আজ রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বৈঠকে এ নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত গঠিত কমিটির সঙ্গে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।

বৈঠক শেষে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. জামাল উদ্দীন বলেন, ইউজিসি চেয়ারম্যান আজ সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ঘোষণা করেছেন। এ নাম চূড়ান্ত করা হয়েছে।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন