Logo
Logo
×

সংবাদ

হাই কোর্টে বহাল আবরার হত্যা মামলার রায়: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম

হাই কোর্টে বহাল আবরার হত্যা মামলার রায়: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

সাড়ে পাঁচ বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় হাই কোর্ট ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছে। রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।  

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা আবরারকে কয়েক ঘণ্টা ধরে ক্রিকেট স্টাম্প ও স্কিপিং রোপ দিয়ে পিটিয়ে হত্যা করে। তার অপরাধ ছিল, তিনি ফেইসবুকে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে সমালোচনা করেছিলেন।  

এ ঘটনার পর বুয়েট উত্তাল হয়ে ওঠে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়, যাদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।  

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণা করে। ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায় উচ্চ আদালতে গেলে রাজনৈতিক পটপরিবর্তনের পর হাই কোর্ট দ্রুত শুনানি শুরু করে।  

এ মামলার অন্যতম আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে যান, যা নিয়ে বুয়েটে আবারও বিক্ষোভ হয়। নিহত আবরারের বাবা বরকত উল্লাহ সন্তোষ প্রকাশ করে বলেন, "আমি চাই দ্রুত ফাঁসির রায় কার্যকর হোক, যেন আর কোনো বাবা-মা এভাবে সন্তান হারানোর কষ্ট না পান।"

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন