Logo
Logo
×

সংবাদ

গাজীপুর

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:৩৪ এএম

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।  

শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।  

নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক, যার নাম ওবায়দুল। অন্য দুইজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে তাদের মধ্যে একজন নারী রয়েছেন।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।  

দুর্ঘটনাস্থলেই চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী ও এক বৃদ্ধ প্রাণ হারান। অটোরিকশার আরেক যাত্রী গুরুতর আহত হন এবং তাকে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  

কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসান জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন