Logo
Logo
×

সংবাদ

জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:৪০ এএম

জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার বৈঠক

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর মধ্যে বৈঠক হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুজন একই ফ্লাইটে কক্সবাজার সফরে যাবেন। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন। গুতেরেস সরাসরি উখিয়া ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর উখিয়ায় দুজন একসঙ্গে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন এবং রাতে ঢাকায় ফিরে যাবেন।

ঢাকায় জাতিসংঘ মহাসচিবের কর্মসূচি

শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে যাবেন এবং সেখানকার কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর হোটেলে গোলটেবিল বৈঠক, সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। রাতে প্রধান উপদেষ্টার সৌজন্যে ইফতার ও নৈশভোজে যোগ দেবেন।

রোববার (১৬ মার্চ) সকালে জাতিসংঘ মহাসচিব ঢাকা ত্যাগ করবেন।

সফরের গুরুত্ব ও কূটনৈতিক আলোচনা

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানান, জাতিসংঘ মহাসচিব রমজানে সংহতি প্রকাশে মুসলিম দেশ সফর করেন, এবং এই সফরে রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা হবে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের ঘোষণার পর রোহিঙ্গা তহবিল সংকুচিত হচ্ছে, যা বাংলাদেশ শঙ্কার সঙ্গে জাতিসংঘের সামনে উপস্থাপন করতে পারে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ ও সীমান্ত নিরাপত্তা নিয়েও আলোচনা হবে।

জাতিসংঘ মহাসচিবের সফরকে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও মানবিক সংকট মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন