Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৮:৫৬ পিএম

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর একটি গ্রোব-১২০টিপি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, আজ বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় আনুমানিক বেলা ১২টা ৫৫ মিনিটে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। বিমানটি বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান থেকে বেলা ১২টা ১৮ মিনিটে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন