Logo
Logo
×

সংবাদ

বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০১:৫৭ পিএম

বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে

মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি বৃহস্পতিবার বেলা ১টায় মারা গেছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে শিশুটির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে এলেও বেলা ১২টায় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এ দফায় তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি। দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সর্বাধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। প্রথম দুইবার তাকে স্থিতিশীল করা গেলেও শেষবার তার হৃৎস্পন্দন ফিরে আসেনি। সেনাবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তার ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করে এবং রিমান্ডে নেয়।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে শিশুটিকে অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং পরদিন শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সিএমএইচে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

শিশুটির চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনের নেতৃত্বে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডে ছিলেন সার্জিক্যাল বিশেষজ্ঞ, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ, প্লাস্টিক সার্জন, শিশু নিউরোলজি বিশেষজ্ঞ, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, ইউরোলজি বিশেষজ্ঞ ও থোরাসিক সার্জন।

শিশুটির মৃত্যুর খবরে মাগুরায় শোকের ছায়া নেমে এসেছে। মানবাধিকার সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন তার পরিবারকে ন্যায়বিচার দেওয়ার দাবি জানিয়েছে। স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সুর দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সরকারি মহল থেকে জানানো হয়েছে, ধর্ষণের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের বিভিন্ন প্রান্তে নারী ও শিশু নির্যাতনবিরোধী আন্দোলন আরও জোরদার হচ্ছে।

শিশুটির মৃত্যুর পর সামাজিক মাধ্যমে ক্ষোভের বিস্তার ঘটেছে। নাগরিক সমাজ ও সাধারণ মানুষ দ্রুত বিচার এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অপরাধ রোধে কেবল আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, বরং সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষার বিস্তারও জরুরি।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন