Logo
Logo
×

সংবাদ

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ তৃতীয় দফায় আরও ৬০ দিন বাড়ল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০১:৩৪ পিএম

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ তৃতীয় দফায় আরও ৬০ দিন বাড়ল

সরকার তৃতীয়বারের মতো সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশন্ড কর্মকর্তারা ১৫ মার্চ থেকে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এই বিশেষ ক্ষমতা ৬০ দিনের জন্য দেওয়া হয়েছে, যা কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সেনা কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীনে সেনা কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এই ক্ষমতার আওতায় তারা গ্রেপ্তার ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি, অসদাচরণ বা ছোটখাটো অপরাধের জন্য মুচলেকা আদায়, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, স্থাবর সম্পত্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধা অপসারণ এবং জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

ফৌজদারি কার্যবিধির যে ১৭টি ধারায় এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ রয়েছে যে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের অধীনে দায়িত্ব পালন করবেন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে নৌ-বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেওয়া হয়।

পরবর্তী সময়ে ১২ জানুয়ারি সরকার সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির মেয়াদ আরও ৬০ দিন বাড়ায়। সর্বশেষ, এ নিয়ে তৃতীয় দফায় এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হলো।

প্রথম দফায় ক্ষমতা প্রদান করার পরদিন, ১৮ সেপ্টেম্বর, তৎকালীন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেছিলেন, "দেশে একটি জনবান্ধব পরিবেশ গড়ে তুলতেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।"

সরকার মনে করছে, এই ক্ষমতা বাড়ানোর ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন