চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

আরো পড়ুন
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন। তিনি বৃহস্পতিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অভ্যর্থনা জানাবেন। সফরের প্রথম দিনেই তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন।
বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু, মানবাধিকার পরিস্থিতি এবং জুলাই আন্দোলনের তদন্ত নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরের দিন শুক্রবার, গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। সেখানে তিনি শরণার্থীদের সঙ্গে দেখা করবেন এবং এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন।
শনিবার সকালে জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শন শেষে জাতীয় ঐকমত্য কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস।
এরপর তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
সেই দিনই জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার।
এর আগে, ২০১৮ সালে প্রথমবারের মতো কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছিলেন গুতেরেস। প্রায় সাত বছর পর তিনি আবার বাংলাদেশ সফরে আসছেন, তবে এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন।
সরকার আশা করছে, এই সফরের ফলে রোহিঙ্গা সংকট নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে।