Logo
Logo
×

সংবাদ

মাগুরায় যৌন নিপীড়নের শিকার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:৫৭ পিএম

মাগুরায় যৌন নিপীড়নের শিকার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

মাগুরায় যৌন নিপীড়নের শিকার আট বছর বয়সী শিশুটির শারীরিক অবস্থা চরম সংকটাপন্ন, জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে দেওয়া এক বার্তায় জানানো হয়, শিশুটির আজ আরও দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার মস্তিষ্ক কোনো কার্যকারিতা দেখাচ্ছে না, কোমা স্কেলের (GCS) লেভেল মাত্র ৩। রক্তচাপ ও অক্সিজেন লেভেলও অত্যন্ত নিচে নেমে গেছে।

শিশুটি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু আইসিইউতে চিকিৎসাধীন। গত ৮ মার্চ সন্ধ্যায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

এর আগে, বুধবার সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টে জানানো হয় যে শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।

গত ৫ মার্চ শিশুটি মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়।

ঘটনার পর শিশুটির মা ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে শিশুটির বোনের স্বামী, তার শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে রয়েছে এবং তদন্ত চলছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন