Logo
Logo
×

সংবাদ

তিন দিন ধরে নিখোঁজ বরিশাল ট্রাফিক পুলিশের এডিসি রাশেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:১২ এএম

তিন দিন ধরে নিখোঁজ বরিশাল ট্রাফিক পুলিশের এডিসি রাশেদুল ইসলাম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম গত তিন দিন ধরে নিখোঁজ। তিনি কর্মস্থলে অনুপস্থিত এবং তার কোনো খোঁজ মিলছে না। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি পলাতক।

খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় এডিসি রাশেদুল ইসলাম আসামি। ঢাকার রামপুরা এলাকায় এক যুবককে গুলি করার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গত রোববার থেকে এডিসি রাশেদুল কর্মস্থলে আসছেন না। তিনি অনুমতি ছাড়াই কর্মস্থল থেকে গায়েব হয়েছেন, যা পুলিশ সদর দপ্তরকে জানানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত রোববার দুপুর ২টার দিকে বরিশাল নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদ। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগ দেন রাশেদুল ইসলাম। তবে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলায় তার সম্পৃক্ততা থাকার পর থেকে তিনি আত্মগোপনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ প্রশাসন তার অনুপস্থিতির বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তার অবস্থান চিহ্নিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন