Logo
Logo
×

সংবাদ

হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সংবাদমাধ্যমকে যা বললেন আ.লীগ নেতা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:১০ পিএম

হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের সংবাদমাধ্যমকে যা বললেন আ.লীগ নেতা

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

রাব্বী আলম নামে আওয়ামী লীগের এক নেতা দাবি করেছেন, খুব শিগগিরই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশের তরুণরা ভুল করেছেন। এছাড়া হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদও দেন রাব্বী আলম। 

আজ বুধবার (১২ মার্চ) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে রাব্বী আলমকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। এএনআইকে রাব্বী আলম বলেন, প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা ফিরে আসছেন। তরুণ প্রজন্ম ভুল করেছে। কিন্তু এটি তাদের দোষ নয়, তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে। 

গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘সন্ত্রাসীদের অভ্যুত্থান’ আখ্যা দিয়ে রাব্বী আলম বলেন, বাংলাদেশ আক্রান্ত হয়েছে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ দরকার। রাজনৈতিক অভ্যুত্থান ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তা হচ্ছে না। এটি সন্ত্রাসীদের অভ্যুত্থান। 

তিনি বলেন, আমাদের অধিকাংশ নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং আমরা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এটি দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই।  

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে অনুরোধ করেছেন ড. ইউনূস। সম্প্রতি তিনি দাবি করেছেন, ভারত তার অনুরোধের বিষয়ে ‘আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া’ জানায়নি। ক্ষমতাচ্যুত হাসিনার জন্য দেশে মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষা করছে বলেও জানান তিনি। 

ড. ইউনূসকে পদত্যাগের আহ্বান জানিয়ে রাব্বী আলম বলেন, আমরা বাংলাদেশের উপদেষ্টাকে পদত্যাগ এবং যেখান থেকে এসেছেন সেখানে ফেরত যান বলতে চাই... প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফিরে আসছেন। তরুণ প্রজন্ম একটা ভুল করেছে। কিন্তু এটি তাদের ভুল নয়, তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে...। 

হাসিনার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে শত শত মানুষকে অপহরণ, নির্যাতন এবং হত্যার অভিযোগ রয়েছে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে জোর দিয়ে বলেছেন, তাকে রাজনৈতিক নিপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন