Logo
Logo
×

সংবাদ

হাইকোর্টের রায়: এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম

হাইকোর্টের রায়: এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না, এমন সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (১২ মার্চ) এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, যারা অতীতে এই পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে আইন লঙ্ঘন করে কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর রায়

২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) কয়েকজন বিএমডিসির আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহারের অনুমতি চেয়ে রিট দায়ের করেন। ৩০ এপ্রিল ২০১৩ সালে রিটটির প্রথম শুনানি হয়।

এরপর ৬৭ বার রিটটি কজ লিস্টে আসলেও দীর্ঘদিন শুনানি হয়নি। অবশেষে, গত ২৫ ফেব্রুয়ারি ৯১তম শুনানির পর আদালত রায়ের জন্য ১২ মার্চ দিন ধার্য করেন।

চিকিৎসকদের মহাসমাবেশ ও কর্মসূচি

রায় ঘোষণার পর কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা মহাসমাবেশ করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকার বাইরের শিক্ষার্থীরাও এই সমাবেশে যোগ দেন।

কর্মসূচির অংশ হিসেবে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন।

এদিকে, সারা দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছেন।

সরকারি ও বেসরকারি হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রয়েছে। চিকিৎসকরা ঘোষণা দিয়েছেন, বৈকালিক সেবাও স্থগিত থাকবে। তবে, আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালটি, লেবার ওয়ার্ড চালু থাকবে।

চিকিৎসকরা বলছেন, জনগণকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা, স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চিকিৎসকদের মর্যাদা রক্ষায় এই আন্দোলন চালিয়ে যাবেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন