Logo
Logo
×

সংবাদ

মাগুরার শিশুর অবস্থা আরও সংকটাপন্ন, দুবার কার্ডিয়াক অ্যারেস্ট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:৫০ পিএম

মাগুরার শিশুর অবস্থা আরও সংকটাপন্ন, দুবার কার্ডিয়াক অ্যারেস্ট

মাগুরায় নির্যাতনের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। আজ বুধবার সকালে তার দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে শিশুটি।

শিশুটির মস্তিষ্ক এখনও প্রতিক্রিয়াহীন অবস্থায় রয়েছে, তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) মাত্র ৩, যা চরম বিপজ্জনক বলে বিবেচিত। চিকিৎসকদের মতে, শিশুটিকে ঘটনার পরপরই হাসপাতালে আনা হলে এত বড় ক্ষতি নাও হতে পারত।

এই ঘটনায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনজন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সিআইডির ডিএনএ ল্যাবে পরীক্ষা চলছে।

দেশজুড়ে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ চলছে। বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে দেশের আরও ছয়টি স্থানে শিশু-কিশোরীসহ নারীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন