Logo
Logo
×

সংবাদ

সারাদেশে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:২৭ পিএম

সারাদেশে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা কর্মবিরতি পালন করছেন, ফলে বহির্বিভাগ ও অন্তবিভাগের সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে।

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল সম্পূর্ণ বন্ধ থাকলেও শিশু হাসপাতাল, ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসসহ কিছু প্রতিষ্ঠানে দেরিতে জরুরি বিভাগে চিকিৎসা সেবা শুরু হয়েছে। 

মঙ্গলবার সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন চিকিৎসকরা। তাদের প্রধান দাবি—এমবিবিএস/বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না। তারা শূন্যপদে চিকিৎসক নিয়োগ, বিসিএস বয়সসীমা ৩৪ বছর করা এবং চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামোরও দাবি জানিয়েছেন।

অন্যদিকে, ম্যাটস শিক্ষার্থীরাও সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বুধবার চিকিৎসকরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করবেন। চিকিৎসকদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিস্থিতি দ্রুত সমাধানের দাবি জানিয়েছে রোগীরা, কারণ তারা চিকিৎসা না পেয়ে বিপাকে পড়েছেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন