Logo
Logo
×

সংবাদ

চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:৩৮ এএম

চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

সৈয়দ মঞ্জুর এলাহী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে প্রথম আলোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃত্যুর সময় তিনি ও তাঁর বোন বাবার শয্যার পাশে ছিলেন। আজই বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তাঁরা।

চামড়া শিল্পের পথিকৃৎ

সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন বাংলাদেশের চামড়া শিল্পের অন্যতম সফল উদ্যোক্তা। বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়া খাতে ব্যবসা শুরু করেন তিনি এবং তাঁর হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতা প্রথমবারের মতো রপ্তানির সুযোগ পায়।

১৯৭২ সালে তিনি "মঞ্জুর ইন্ডাস্ট্রিজ" নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যার মাধ্যমে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু হয়। এরপর ১৯৭৬ সালে ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে অ্যাপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন।

এর ১৪ বছর পর, ১৯৯০ সালে অ্যাপেক্স ফুটওয়্যার যাত্রা শুরু করে, যা বর্তমানে দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান। শুধু রপ্তানির ক্ষেত্রেই নয়, অ্যাপেক্স দেশের অভ্যন্তরীণ জুতার বাজারেও অন্যতম শীর্ষস্থান ধরে রেখেছে।

সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান দেশের শিল্প ও অর্থনীতিতে অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে ব্যবসায়িক মহল ও শিল্প খাতে শোকের ছায়া নেমে এসেছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন