Logo
Logo
×

সংবাদ

নারী নির্যাতন

পুলিশ হেডকোয়ার্টার্সের হটলাইনে ১০৩ অভিযোগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৬:০২ পিএম

পুলিশ হেডকোয়ার্টার্সের হটলাইনে ১০৩ অভিযোগ

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্সের হটলাইনে একদিনের ব্যবধানে ১০৩ অভিযোগ এসেছে। আজ মঙ্গলবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১০ মার্চ) বিকাল ৪টা থেকে হটলাইন চালু করা হয়েছে। পরের দিন সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ গৃহীত হয়েছে।

প্রাপ্ত অভিযোগের যেসব ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসারকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি; সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।

১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি)। 

হটলাইন নম্বরে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ করা হলো।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন