সাতক্ষীরার সীমান্তবর্তী তলুইগাছায় ‘মব ভায়োলেন্স’ রুখে দিল বিজিবি

ছবি: সংগৃহীত
সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’-এর হাত থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১০ মার্চ) মধ্যরাতে এই ঘটনা ঘটে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, সাতক্ষীরা বিজিবির ব্যাটালিয়ন-৩৩ এর অধীনস্থ তলুইগাছা বিওপির দক্ষিণ তলুইগাছা গ্রামের মো. কামরুল ইসলামের একটি বাইসাকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামের এক ব্যক্তিকে ধরে বিক্ষুব্ধ জনতা বেধরক মারধর শুরু করে। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয় এবং আবুল হাসানকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা বিজিবির হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নিকটবর্তী বিওপি/পোস্ট হতে অতিরিক্ত জনবল মোতায়েন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিজিবি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে হস্তান্তরের চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
এ সময় কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয় এবং রাত সোয়া ১টার দিকে অভিযুক্ত ব্যক্তিসহ পুলিশ সদস্যদেরকে ঘটনাস্থল থেকে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়।