নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:১৩ এএম

নিহত সুমন মিয়া। ছবি: সংগৃহীত
নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) রাতে পলাশ উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সুমন মিয়া (৩০)। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের রাজমিস্ত্রি আলম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অটোরিকশা ভাড়া করা নিয়ে জয়নগর গ্রামের হিমেলের সঙ্গে একই এলাকার মুকুল মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতে ছুরি-ছেনিসহ দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যায় হিমেল ও তার সহযোগীরা। মুকুল ঘর থেকে বের না হলেও শব্দ শুনে ঘটনা দেখতে আসেন প্রতিবেশী সুমন। এসময় তাকে মুকুলের লোক ভেবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় হিমেল। সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, তদন্তের পর এ হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো যাবে।