Logo
Logo
×

সংবাদ

ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক নিষ্পত্তিহীন অবস্থায় শেষ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম

ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক নিষ্পত্তিহীন অবস্থায় শেষ

ভারতের গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা বাঁধ দীর্ঘদিন ধরেই বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি বিতর্কিত ইস্যু। শুষ্ক মৌসুমে এই বাঁধের কারণে বাংলাদেশ প্রয়োজনীয় পানি পায় না, আবার বর্ষা মৌসুমে কোনো আগাম বার্তা ছাড়াই ভারত বাঁধের গেট খুলে দিলে আকস্মিক বন্যার কবলে পড়ে বাংলাদেশ। এসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সম্প্রতি দুই দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

আলোচনার অগ্রগতি ও জটিলতা

বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা ফারাক্কায় গঙ্গার পানি পরিমাপের পর বৈঠকে বসেন। প্রথম দিন গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা হয় এবং বৈঠকের সারসংক্ষেপে উভয় পক্ষ স্বাক্ষর করেন। তবে দ্বিতীয় দিনের বৈঠক মূলত সীমান্ত নদীগুলোর বিষয়ে হওয়ায়, আলোচনা জটিল হয়ে পড়ে এবং কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ফলে, সেই বৈঠকের কোনো আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করা হয়নি।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন এ প্রসঙ্গে বলেন, "পরিকল্পনা অনুযায়ী বৈঠক হয়েছে, তবে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।" ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি এবং বৈঠক শেষে সংবাদ সম্মেলনও হয়নি।

দ্বিতীয় দিনের বৈঠকের জটিলতা

দ্বিতীয় দিনে ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য আদান-প্রদান, বন্যা পরিস্থিতি রিপোর্ট এবং সীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। তবে বেশ কয়েকটি ইস্যুতে উভয় দেশ একমত হতে না পারায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

বিশেষ করে, গত বছরের বন্যায় সীমান্ত নদীগুলোর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক বাঁধ ভেঙে পড়েছে। এগুলো পুনর্নির্মাণের জন্য দুই দেশের সম্মতির প্রয়োজন। বাংলাদেশ বৈঠকে এই কাজগুলো শুরু করার প্রস্তাব দিলেও ভারত এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আগে বিষয়টি খতিয়ে দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে।

তথ্য ভাগাভাগির সমস্যা

বৈঠকে সীমান্ত নদী সংক্রান্ত তথ্য ভাগাভাগির বিষয়ে আলোচনা হয় এবং ভারত এতে সম্মতি জানালেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করতে সমস্যা দেখা দেয়। ফলে, শেষ পর্যন্ত এই সংক্রান্ত নথিতে স্বাক্ষর হয়নি।

ফারাক্কা সফর ও ভবিষ্যৎ সম্ভাবনা

প্রতি বছর গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারতে যায়। চলতি বছরের ৪ মার্চ বাংলাদেশের প্রতিনিধিরা ফারাক্কায় গিয়ে পানি পরিমাপ করেন এবং জানান, এবছর পানি কম থাকার কারণে উভয় দেশই কম পানি পাচ্ছে।

৬ মার্চ অনুষ্ঠিত বৈঠকে গঙ্গা পানি বণ্টন, পানির পরিমাণ কমে যাওয়ার কারণ এবং নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ভারতীয় প্রতিনিধি দলনেতা শরদ চন্দ্র ও বাংলাদেশি প্রতিনিধি দলনেতা মোহাম্মদ আবুল হোসেন আলোচনার সারাংশে স্বাক্ষর করেন।

সূত্র জানিয়েছে, চলমান জটিলতা দূর হলে পরবর্তী সময়ে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন