মার্চের বেতন মাস শেষ হওয়ার আগেই পাবেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম
ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের চলতি মাসের বেতন আগামী ২৩ মার্চের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী, সামরিক বাহিনীর কমিশন্ড, নন-কমিশন্ড অফিসারদের চলতি মাসের বেতন এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মাসের অবসর ভাতা ২৩ মার্চ দিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ ট্রেজারি রুলসে অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩ (২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।