নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেছেন। এতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন, এর মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে।
সম্প্রতি ঢাবির এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির জামিন এবং মাগুরায় শিশু নির্যাতনের ঘটনার পর এই আন্দোলন আরও বেগবান হয়।
শিক্ষার্থীরা রোকেয়া হল থেকে মশাল মিছিল শুরু করে এবং পরে সুফিয়া কামাল হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা যোগ দেন। রাত সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং ‘ধর্ষকের ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।
রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা শামসুজ্জোহা চত্বরে বিক্ষোভ করেন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
শিক্ষার্থীরা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ঘোষণা দেন, ২৪ ঘণ্টার মধ্যে বিচার না হলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।