চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে ছয়তলা ভবনের চারতলায় সেহরির সময় চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহমান সরদার (৬৫), স্ত্রী শাহানুর বেগম (৫৫), পুত্রবধূ খাদিজা আক্তার (৩২) ও ছোট ছেলে মঈন (১৮)-কে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বড় ছেলে ইমাম হোসেন (৩২) ও মেজ ছেলে মিরাজের স্ত্রী নিবা আক্তার (২১) চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানান, চারজনের শরীরের ৫০-৬০% পুড়ে গেছে, বাকিদের ২০% দগ্ধ। বিস্ফোরণে রান্নাঘরসহ কয়েকটি কক্ষ পুড়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন।