Logo
Logo
×

সংবাদ

৩১.৬ শতাংশ ভোটার চলতি বছরের জুনেই নির্বাচন চান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম

৩১.৬ শতাংশ ভোটার চলতি বছরের জুনেই নির্বাচন চান

দেশের ৩১ দশমিক ৬ শতাংশ ভোটার চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন চান। ইনোভিশন কনসাল্টিং নামে বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা এবং প্রকল্প ব্যবস্থাপনা সংস্থার মাঠ পর্যায়ে চালানো এক জরিপে ভোটারদের এমন প্রত্যাশার বিষয়টি উঠে আসে। 

আজ শনিবার (৮ মার্চ) জরিপের ফলাফল প্রকাশ করে জরিপকারী সংস্থা ইনোভিশন কনসাল্টিং। জরিপের ফলাফল তুলে ধরে সংস্থাটি। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপটি চালানো হয়। জরিপে ভোটারদের অনুভূতি, প্রত্যাশা এবং পছন্দ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসে। 

জরিপে দেখা যায়, দেশের ৩১ দশমিক ৬ শতাংশ ভোটার চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন চান। আর ২৬ দশমিক ৫ শতাংশ ভোটার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। 

এছাড়া, ২০২৬ সালের জুনে ৭ দশমিক ৯ শতাংশ, ডিসেম্বরে ৬ দশমিক ৬ শতাংশ এবং একই বছরের ডিসেম্বরের পরে ১০ দশমিক ৯ শতাংশ ভোটার নির্বাচনের পক্ষে। আর ১৬ দশমিক ৪ শতাংশ ভোটার এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। 

এদিকে জরিপে দেখা যায়, রাজনৈতিক সংস্কারের পক্ষে মত দিয়েছেন ১৩ শতাংশ ভোটার। আর সাংবিধানিক সংস্কারের পক্ষে মত দিয়েছেন ৯ শতাংশ ভোটার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভোটারদের প্রত্যাশার ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সূচকগুলি শীর্ষে রয়েছে; সংস্কার কর্মসূচিতে ভোটারদের তুলনামূলকভাবে আগ্রহ কম। 

উল্লেখ্য, ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা এবং প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা। সংস্থাটি গত ১৬ বছর ধরে বিশ্ব জুড়ে দারিদ্র্যের সমস্যা সমাধানে কাজ করছে। এছাড়া, সামাজিক ও বাজার সংক্রান্ত বিষয়গুলোর উপরও সংস্থাটি গবেষণা করে আসছে। সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়েও কাজ করে। 

সংস্থাটি চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপটি চালায়। জরিপে ভোটারদের অনুভূতি, প্রত্যাশা এবং পছন্দ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসে। জরিপে দেশের ৮ বিভাগ ও ৬৪ জেলা জুড়ে ১০ হাজার ৬৯৬ জন সম্ভাব্য ভোটারের অংশগ্রহণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন