সেনাবাহিনীর পাহারায় বিএসইসি ছাড়লেন চেয়ারম্যান-কমিশনাররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:৪৮ পিএম
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে নজিরবিহীন বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতি খারাপ হওয়ায় সেনাবাহিনী পাহারায় বেলা সাড়ে ৩টার দিকে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনাররা বিএসইসি ত্যাগ করেন। অন্যদিকে চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ না করলে কাল থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ে বিএসইসি ভবনের নিচতলায় সকল কর্মীর পক্ষে ব্রিফিং করেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক আনোয়ারুল আলম, রেজাউল করিম, রিপন কুমার দেবনাথসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্বাহী পরিচালক মাহবুবুল আলম বলেন, ‘আমরা উনাদের (পুরো কমিশনের) পদত্যাগ চাচ্ছি। উনাদের পরিবর্তে যোগ্য লোক চাই। পদত্যাগ না করলে কাল থেকে কর্মবিরতিতে যাব আমরা।’
বুধবার সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিএসইসি ভবনের ৪ তলায় জড়ো হয়ে পুরো বিএসইসি কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। বিএসইসির প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। এ সময় পুলিশ এসেও প্রবেশ করতে পারেনি। পরে বেলা ২টার দিকে ছয় গাড়ি সেনাবাহিনী আসে। তাদেরকেও ঢুকতে বাধা দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা জোরপূর্বক প্রবেশ করেন।