Logo
Logo
×

সংবাদ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, যিনি সি আর আবরার নামে পরিচিত, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।  

বুধবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।  

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়, এরপর ছিল কোরআন তেলাওয়াত। পরে রাষ্ট্রপতি প্রথমে উপদেষ্টা পদের এবং পরে গোপনীয়তার শপথ পাঠ করান।  

সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করবেন বলে মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়। তাঁর যোগদানের ফলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ জনে।  

এর আগে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সি আর আবরার শিক্ষার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা নতুন করে দায়িত্ব বণ্টন করবেন।  

অধ্যাপক আবরার অভিবাসন ও শরণার্থী বিষয়ে গবেষণায় বিশেষজ্ঞ এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)-এর নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া, তিনি মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

ক্ষমতার পরিবর্তনের পর গত বছরের শেষ দিকে নতুন নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটিতেও তিনি সদস্য ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন