Logo
Logo
×

সংবাদ

হত্যা মামলায় গ্রেপ্তার ১৮ সাবেক মন্ত্রী-এমপি আদালতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১০:৪৬ এএম

হত্যা মামলায় গ্রেপ্তার ১৮ সাবেক মন্ত্রী-এমপি আদালতে

ছবি: সংগৃহীত

বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তাজুল ইসলামসহ মোট ১৮ জনকে আদালতে হাজির করা হয়েছে।  

বুধবার সকাল সাড়ে আটটায় তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়। তারা বিভিন্ন কারাগারে আটক ছিলেন।  

হাজির আসামিদের মধ্যে আছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাংবাদিক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী ফারজানা রুপা, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত, আওয়ামী লীগ নেতা ওয়ালিউল্লাহসহ আরও অনেকে।  

আদালত সূত্রে জানা গেছে, তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী, পল্লবী, মিরপুর ও খিলগাঁও থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হবে।  

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট আনিসুল হক গ্রেপ্তার হন। এরপর পর্যায়ক্রমে অন্যরাও গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন