পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সংক্ষিপ্ত করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৭:১৮ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক আদেশে পুলিশ সদস্যদের জন্যে নির্ধারিত ছয় মাসের প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে চার মাস করার সিদ্ধান্ত নিয়েছে। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির পর অপারেশন ডেভিল হান্ট শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ মার্চের চিঠিতে বলা হয়, "উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পুলিশ অধিদপ্তরের স্মারক নং-৪৪.০১.০০০০.৯৮৬. ২৫.০২৬.২৪-১০১, তারিখ: ১৯.০২.২০২৫ মূলে এ বিভাগে প্রেরিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)'দের প্রশিক্ষণের মেয়াদ ০৬ (ছয়) মাসের পরিবর্তে ০৪ (চার) মাস করার প্রস্তাব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় অনুমোদন করেছেন।"
সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়েছে, "এমতাবস্থায়, বিষয়টি পরবর্তী কার্যক্রমের নিমিত্ত অবহিত করা হলো।"
এ বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা মন্তব্য করতে চাননি।